ওয়াকিল আহমদ,ক্ষেতলাল(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ফাসিতলা নামক স্থানে ট্রাক ও অবৈধ মেসি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক মুন্না হোসেন (২৯) নামে গুরুতর আহত হয়ে তার ডান পা হারিয়েছেন।
রবিবার (০৪ এপ্রিল) সকালের দিকে উপজেলার মাহমুদ ইউপির এলাকার ফারশিতলা পুলিশ বক্সের সামনে একটি ব্রিজে সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনকি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে সকালেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়।
গুরুতর আহত ট্রাক চালক মুন্না হোসেন (২৯) বগুড়ার নামুজা বিহার গ্রামের রুবেল হোসেনের ছেলে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরেন্দ্রনাথ মণ্ডল জাতীয় সূর্যোদয়কে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সকালের দিকে উপজেলার মাহমুদপুর ইউপির ফাসিতলা সড়কে একটি ট্রাকের সঙ্গে দ্রতগামী অবৈধ মেসি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ঘটে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালাই এবং এঘটনার অবৈধ মেশি ট্রাক্টরের চালক পালিয়ে গেলেও মেসি ট্রাক্টরটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। তিনি আরো বলেন এবিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ পায়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy