প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৯:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২১, ২:৩৩ এ.এম
ক্ষেতলালে দুই ইউপি নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জেলা প্রশাসক, জয়পুরহাট
ওয়াকিল আহমেদ, নিজস্ব প্রতিবেদকঃ
ক্ষেতলাল উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হবে বলে আশ্বস্থ করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম। তিনি নির্বাচনী আচরণ বিধি মেনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারনা ও ভোট গ্রহণের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রাথীদের পরিচয় শুধুই প্রাথী। কোন পেশীশক্তি বরদাস্ত করা হবে না। শান্তিপূর্ন নির্বাচনের জন্য সরকারি প্রশাসন নিরপেক্ষ ভাবে কাজ করে যাবেন।
জানা গেছে, ৭/১১/২০২১ ইং, রবিবার, বেলা ১২ ঘটিকায় সময়, ক্ষেতলাল উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে ক্ষেতলালের আলমপুর ও মামুদপুর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ ইং উপলক্ষে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও সাধারণ সদস্য প্রার্থীদের সাথে আচরণ বিধি এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায়, প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম৷
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞা, (পিপিএম সেবা), জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিঞা, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছার রহমান৷
এছাড়াও উপস্থিত ছিলেন, ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ নীরেন্দ্রনাথ মন্ডল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, ক্ষেতলাল উপজেলা পরিষদের (সিও) এস, এম শওকত।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy