ওয়াকিল আহমেদ, ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গ ইউনিয়নের গোলাম মওলা (৩২) পিতা মুনসুর রহমান, গ্রাম-দাঁশড়া মছন্দাইল, জনৈক শ্রী পিটুল চন্দ্র, পিতা- শ্রী জগেস চন্দ্র এর ক্ষেতলাল থানা বাজারস্থ দোকান ভাড়া নিয়ে বিগত ০৫ মাস যাবত বিকাশ, ফ্লেক্সিলোড সহ ভ্যারাইটিস মালের ব্যবসা করিয়া আসিতেছিল।
গত ২৬/০৮/২০২১ তারিখ রাত অনুঃ ০৯.০০ ঘটিকায় দোকান বন্ধ করিয়া ক্ষেতলাল হইতে নিজেস্ব বাই সাইকেল নিয়ে ক্ষেতলাল টু দাশড়া গামী পাকা রাস্তা দিয়ে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়।
জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা এর দিক নির্দেশনায় ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ নীরেন্দ্র নাথ মন্ডল, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সহযোগিতায় মামলা তদন্তকারী অফিসার মোঃ শাহ আলম,
পুলিশ পরিদর্শক(তদন্ত) মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অত্র মামলার ঘটনার সহিত জড়িত মর্মে আসামী মোঃ মুরশেদুল(২২), পিতা- মোঃ জফের আলী মন্ডল, গ্রাম-বকশিপাড়া। গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
সে ২৮-০৮-২০২১ তারিখ নিজেকে জড়িত করিয়া আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে, জবানবন্দীতে তার মাস্টার মাইন্ড হিসেবে অপর আসামী মোঃ হেলাল (৩২), পিতা- মৃত জাহেম উদ্দিন মন্ডল, গ্রাম-বকশিপাড়া এর নাম উল্লেখ করে।
অতঃপর আসামী হেলাল এর নিকট হতে ১টি বাঁশের লাঠি, ১টি ইউ কালেক্টরের লাঠি, ১টি দা এবং ১টি ছুরা উদ্ধার পূর্বক গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে উক্ত বিষয়ে নিজেকে ঘটনার সহিত জড়িত করে দোষ স্বীকার পূর্বক তার সহযোগী আসামী মুরশেদুল সহ অপর দুই সহযোগীর নাম স্বেচ্ছায় উল্লেখ করে ৩১-০৮-২০২১ তারিখ বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করে।
আসামী মুরশেদুল এবং হেলাল ঢাকায় থাকিয়া রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করত। করোনা কালীন সময়ে তাদের তেমন আয় রোজগার না থাকায় ঢাকায় তাদের থাকা খাওয়ার অভাব দেখা দেয়। এমতাবস্থায় তারা উভয়ে পরিকল্পনা করে যে এলাকায় গিয়ে যেকোন উপায়ে অর্থ উপার্জন করে আর্থিক ভাবে স্বচ্ছ হবে।
অতপর তারা ঢাকা হতে গত ২৫-০৮-২০২১ তারিখ বিকেলে রওনা দিয়ে গভীর রাতে ক্ষেতলাল উপজেলাধীন তাদের নিজ বাড়িতে পৌঁছায়।
গত ২৬-০৮-২০২১ তারিখে তারা একটি পরিকল্পনা করে কিভাবে টাকা উপার্জন করবে মর্মে তখন তারা পরিকল্পনা করে যে, তাদের পার্শ্ববর্তী গ্রামের গোলাম মওলা ক্ষেতলাল পৌরসভা বাজারের বিকাশ, ফ্লেক্সিলোড সহ ভ্যারাইটিস মালের ব্যবসা করে।
সে প্রতিদিন বেচা কেনার টাকা পয়সা নিয়ে রাত্রিতে বাড়ি ফিরে। তাকে ধরলে তার কাছে অনেক টাকা পাওয়া যাবে। সেই পরিকল্পনা মোতাবেক গত ২৬-০৮-২০২১ তারিখ রাত্রি অনুমান ০৯.০০ ঘটিকায় ক্ষেতলাল-টু-দাশড়া পাকা রাস্তার বয়রা মৌজাস্থিত মরাগারি পুকুরের পুর্ব পার্শে (মরাগারি বালকা পাথার ঢেলপির দর্গা) নামক স্থানের পার্শে মুরশেদুল এবং হেলাল তাদের অপর সহযোগী সাগর এবং ফারুক সহ ভিকটিম গোলাম মওলার আসার জন্য অপেক্ষা করতে থাকে।
রাত্রি অনুমান ০৯.১৫ ঘটিকায় ভিকটিম উক্ত স্থানে বাই সাইকেল যোগে পৌঁছা মাত্রই তারা ভিকটিমকে পিছন থেকে মাথায় আঘাত করলে সে সাইকেল সহ পাকা রাস্তার পার্শে ধান ক্ষেতে পরে যায় তাকে এলোপাথারী মারপিট করে ভিকটিম গোলাম মওলাকে হত্যা করে। ভিকটিম গোলাম মওলার কাছে থাকা টাকা পয়সা নিয়ে তার মরদেহ পার্শের ধান ক্ষেতে ফেলে যায়।
এখনও অপর দুই আসামী সাগর ও ফারুখ পালাতক আছে বলে থানা সুত্রে জানা যায় এবং এই সংক্রান্তে ক্ষেতলাল থানা মামলা নং-২৭, তাং-২৮/০৮/২০২১ ইং ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy