ক্ষেতলালে স্ত্রীর গায়ে স্বামীর দেওয়া আগুনে গৃহবধু’র মৃত্যু
ওয়াকিল আহমেদ, ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রোয়াইর গ্রামের স্বামীর দেওয়া আগুনে ঝলসে যাওয়া সেই মেয়ে গৃহবধূ মঞ্জিলা খাতুন ১১ দিন যাবত মৃত্যুর সাথে লড়াই করে আজ শুক্রবার দুপুর ১২ টায় অবশেষে মৃত্যুবরণ করেছে।
জানা গেছে, ক্ষেতলাল উপজেলার রোয়াইর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শারফুল ইসলাম রনি স্ত্রী মঞ্জিলা খাতুন (২৮) কে নিয়মিত বিভিন্ন অভিযোগে নির্যাতন করতেন। সেই ধারাবাহিকতায় গত ২৬ জুলাই সোমবার দুপুরে শয়ন কক্ষে কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা চালায় স্বামী শারফুল ইসলাম রনি। এ সময় তার আত্বচিৎকারে গ্রামের লোকজন ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তার মুখ মন্ডল হতে কোমড় পর্যন্ত আগুনে ঝলসে যাওয়ায় সেখান হতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন। সেখানেই গতকাল শুক্রবার ৬ আগষ্ট দুপুর ১২ টায় ১১ টি দিন অসহ্য যন্ত্রনা নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুর কাছে হেরে যান নির্যাতিতা মঞ্জিলা খাতুন। তার ২ বছর বয়সী রোজা নামে একটি কন্যা সন্তান আছে।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নিহত মঞ্জিলা খাতুনের বাবা আব্দুস সবুর। উল্লেখ্য, এ বিষয়ে মঞ্জিলার বাবা বাদী হয়ে স্বামী শারফুল ইসলাম রনির বিরুদ্ধে ক্ষেতলাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। নিহত মঞ্জিলা খাতুন জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের আব্দুস সবুর সরদারের মেয়ে।
ক্ষেতলাল থানার ওসি নীরেন্দ্রনাথ মন্ডল। তিনি বলেন- মেয়ের বাবা থানায় ২৯ জুলাই মামলা দায়ের করেছে। আমরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে রিমান্ড চাইলে ২ দিনের রিমান্ড মন্জুর করেন। জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..