ওয়াকিল আহমেদ, ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী তিলাবদুল শাহপাড়ায় জুয়া খেলার অপরাধে ৬ জুয়ারিকে আটক করেছে ক্ষেতলাল থানা পুলিশ৷
জানা গেছে, ০৭/ ০৯/ ২০২১ ইং, মঙ্গলবার অনুমানিক ভোর ০৬.৪০ মিনিট সময় গোপন সংবাদের ভিত্তিতে, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ নিরেন্দ্রনাথ মন্ডল এর দিক নির্দেশনায় থানা পুলিশের এসআই (নি:) মহা আলমের নেতৃত্বে সঙ্গী ফোর্স সহ অভিযান চালিয়ে ৬ জন আসামীদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, ১/ আনোয়ার হোসেন (৪২) পিতা: মৃত মোজাহার সাং তারাকুল, ২/ আনিছুর রহমান (৪৫) পিতা: মৃত ছাইদুর সাং দাশড়া সরাইল, ৩/ ইমরান হোসেন (৩০) পিতা: শাহানূর সাং ইকর গাড়া, ৪/ আনোয়ার পিতা: মৃত গানা মন্ডল সাং জামুহালী আবাসন, ৫/ শফিকুল (৩২) পিতা: শাহ জাহান সাং জামুহালী সর্ব থানা ক্ষেতলাল ও ৬/ রাজু মিয়া (২৮) পিতা: মৃত মজিদ সাং খোশালপুর নওয়াপাড়া, থানা: কালাই, জেলা: জয়পুরহাটদ্বায়দের জেল হাজতে প্রেরণ করেছেন ক্ষেতলাল থানা পুলিশ।
এ সময় আসামীদের নিকট হতে জুয়া খেলার সরংজ্ঞাম উদ্ধার পূর্বক, থানায় মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং ০৮।
এ বিষয়ে ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ নিরেন্দ্রনাথ মন্ডল, জাতীয় দৈনিক সূর্যোদয় প্রতিনিধিকে নিশ্চীত করে বলেন, গোপনে আমার নিকট সংবাদ আসলে আমি থানা পুলিশ এসআই সহ সঙ্গী ফোর্স পাঠালে তারা অভিযান চালিয়ে আসামীদের জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy