প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৬:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২১, ৯:০৪ পি.এম
কয়রায় বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করলেন খুলনার জেলা প্রশাসক

কয়রায় বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করলেন খুলনার জেলা প্রশাসক
জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনা:
খুলনার জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার (মঙ্গলবার) খুলনার কয়রা উপজেলার প্রত্যন্ত এলাকার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া ও উত্তরবেদকাশি ইউনিয়নের গাতিরভেড়ি বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেন।
জেলা প্রশাসক বাঁধ নির্মাণের ক্ষেত্রে এ্যালাইমেন্টসহ সকল প্রতিবন্ধকতার বিষয়ে স্থানীয় জনসাধারণ ও সংশ্লিষ্টদের সাথে ক্ষতিগ্রস্ত এলাকায় মতবিনিময় করেন। মতবিনিময়ে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে আগামীকাল থেকে পূর্ণগতিতে কাজ শুরু হবে এবং ১৫ দিনের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে মর্মে ঠিকাদারী প্রতিষ্ঠান আশ্বস্ত করেন। জেলা প্রশাসক প্রান্তিক মানুষের কষ্টের কথা বিবেচনায় নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণের ক্ষেত্রে গুণগত মান ঠিক রাখার বিষয়েও সকলের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া তিনি মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য দেয়া ঘরসমূহ পরিদর্শন করেন এবং উপকারভোগীদের খোঁজ-খবর নেন।
পরিদর্শনকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইকবাল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, পানি উন্নয়ন বোডের্র সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী, জাইকার কনস্যালট্যান্ট ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy