প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৪:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২১, ২:৪৯ এ.এম
খাঁন হাটে চন্দনাইশ ট্রেডার্স ও ডিজিটাল প্রিন্টার্স এর শুভ উদ্বোধন

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ পৌরসভাস্থ গাছবাড়িয়া খাঁন হাট প্রফেসর মার্কেটের দ্বিতীয় তলায় চন্দনাইশ ট্রেডার্স ও ডিজিটাল প্রিন্টার্স এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার ৩০ আগস্ট বিকেলে চন্দনাইশ ট্রেডার্স ও ডিজিটাল প্রিন্টার্স এর ফিতা কেটে প্রথম অধিবেশন উদ্বোধন করেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মহাসচিব পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নূরী,মাদ্দাজিল্লুহুল আলী।
২য় অধিবেশন ফিতা কেটে উদ্বোধন করেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি আবদুল মালেক খান,পৌরসভা যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী,সাধারণ সম্পাদক লোকমান হাকিম,পৌরসভা ৮ নং যুবলীগের সভাপতি নুরুল আমিন প্রমূখ।
আয়ুব খান তাহেরীর সঞ্চালনায় ও রবিউল হোসেন দায়েমীর মিলাদ কিয়াম পরিচালনায়,চন্দনাইশ ট্রেডার্স ও চন্দনাইশ ডিজিটাল প্রিন্টার্সের সাফল্য কামনায়,দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মহাসচিব পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নূরী,মাদ্দাজিল্লুহুল আলী।
চন্দনাইশ ট্রেডার্স ও চন্দনাইশ ডিজিটাল প্রিন্টার্সের পরিচালক আলমগীর ও জাহাঙ্গীর আলম জানান,আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যাবতীয় পিভিসি, প্লেক্স,ইস্টিকার, ভিজিটিং কার্ড,ক্যাশ মেমো,প্যাড,পোস্টার,হ্যান্ডবিল,শপিং ব্যাগ,বিয়ের কার্ড,ক্রেস্ট,মগ প্রিন্ট, রশিদ বই,টোটাল কম্পিউটার এন্ড সিসিটিভি সলিউশনের কাজ সূলভ মূল্য করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy