খাগড়াছড়িতে জুয়ার আসরে ভ্রম্যমান আদালতের অভিযান
ইব্রাহিম হোসেন,খাগড়াছড়িঃ
খাগড়াছড়িতে অভিযান চালিয়ে ১৪ জুয়াড়িকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৩০টি তাসের প্যাকেট ও নগদ সাড়ে ৩৮ হাজার টাকাসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
সোমবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের কলাবাগান এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী,এরফান উদ্দীন ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
আটককৃতরা হলেন, হারুনুর রশিদ, আবদুল কাইয়ুম, জসীম উদ্দিন, কামরুল হোসেন, নাছির উদ্দীন, মো. মফিজুল আলম, শাহদাত, খোরশেদ, মিঠুন কুমার দে, উথাইচিং মারমা, মামুন, মেহেদী হাসান, মোস্তফা কামাল, মনির আহমদ। এরা সবাই জেলা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল বলে স্বীকার করে তারা।পরে ১৮৬৭ সালের জুয়া আইন এবং দন্ডবিধির ২৬৯ ধারায় প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করার পাশাপাশি করে সতর্ক করে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy