প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৮:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২১, ১২:৩৪ এ.এম
খাগড়াছড়িতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, ৫পুলিশসহ আহত-৬
ইব্রাহিম হোসেন, খাগড়াছড়িঃ
খাগড়াছড়িতে পুলিশের টহল পিকআপ-বাস মুখোমুখি সংঘর্ষে ৫পুলিশ সদস্যসহ ৬জন আহত হয়েছেন।
শনিবার (০২ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় জেলা সদরের জিরো মাইলের মহালছড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে খাগড়াছড়িগামী এস আলম বাস দ্রুত গতিতে আসার সময় খাগড়াছড়ি থেকে টহলরত পুলিশের পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় পুলিশ সদস্যসহ ৬জন আহত হয়।
আহতরা হলেন, সশস্ত্র মো. মিজানুর রহমান, নায়েক ঈশ্বর চাকমা, কনস্টেবল মো. আবু ইউসুফ, কনস্টেবল তানভির হোসেন, কনস্টেবল মো. সেলিম রেজা ও পিকআপ চালক সুজন চাকমা।
গুরুতর আহত অবস্থায় আবু ইউসুফ ও তানভীর হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রশিদ জানান, আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ২জনকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy