ইব্রাহিম হোসেন,খাগড়াছড়িঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো দুইজন।
বৃহষ্পতিবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় মাটিরাঙ্গা -খাগড়াছড়ির আঞ্চলিক মহাসড়কের আলুটিলার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হানিফ (২৭) মাটিরাঙ্গা চর পাড়া ০৫ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মোতাহের এর ছেলে। তিনি ব্যক্তি গত কারণে তিনি খাগড়াছড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হয়।
আহত ব্যক্তিরা হলেন নাজিম (২০) চেয়ারম্যান পাড়া ০৪ নং ওয়ার্ড, আলম (২৬) নতুন পাড়া ০২ নং ওয়ার্ড এর বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , খাগড়াছড়িমুখী একটি ট্রাক ও বিপরীতমুখী দুইটি মোটরসাইকেল সহ ত্রিমুখী সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী হানিফ ঘটনাস্থলে প্রাণ হারান। আহতদে মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল এ প্রেরণ করা হয়।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী এক জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানিয়েছেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে, ইতোমধ্যে ট্রাকটি আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy