খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন,উপজেলা পরিষদ, দীঘিনালা সেনা জোন, মেসার্স কাশেম এন্ড ব্রাদার্স ও দীঘিনালা কাঠ ব্যাবসায়ী সমিতি।
৯ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকালে উপজেলার থানাবাজার এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জনপ্রতি ৩০ কেজি চাল, দুই বান্ডিল টিন, নগদ ৭ হাজার টাকা ও ৪ টি করে কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম।
এছাড়াও মেসার্স কাশেম এন্ড ব্রাদার্স ও দীঘিনালা কাঠ ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে জনপ্রতি ১০ হাজার টাকা, ৩০ কেজি চাল, ২ টি কম্বল, খাদ্য সামগ্রী ও ঢেউটিন বিতরণ করেন মেসার্স কাশেম এন্ড ব্রাদার্সের পরিচালক ও দীঘিনালা কাঠ ব্যাবসায়ী সমিতির সভাপতি হাজী মোহাম্মদ জসিম উদ্দিন।
অপরদিকে দীঘিনালা সেনা জোনের উদ্যোগে জোন জনপ্রতি ১ টি কম্বল, ৫কেজি চাল, ২ কেজি ডাল, ১কেজি তেল ও খাদ্য সামগ্রী বিতরণ করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল রুমন পারভেজ ও জোনাল স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান৷
উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে দীঘিনালার থানাবাজার এলাকায় অগ্নিকাণ্ডে ১৪ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘক্ষন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।