খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে দীঘিনালার কবাখালী অংশে পাথরবোঝাই ট্রাক দুর্ঘটনার কবলে পড়লে এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ব্রিজ ভেঙে যাওয়ায় দীঘিনালা-সাজেক এবং দীঘিনালা-বাঘাইছড়ি সড়কে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে দীঘিনালা থানা বাজারের বিকল্প সেতু দিয়ে যাত্রীবাহী ছোট পরিবহন চলাচল করছে। সরু সড়কে চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছে দুইপারের লোকজন।
জানা গেছে, সীমান্ত সড়কের কাজে পাথর নেওয়ার সময় দীঘিনালার মাইনী বেইলি ব্রিজ পার হওয়ার সময় পাটাতন ভেঙে এ দুর্ঘটনা ঘটে। বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় সময় এটি মেরামত করে ব্যবহার করা হচ্ছিল। পাঁচটনের অধিক ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও কাঠ, পাথর ও ইট বোঝাই ট্রাক পারাপার হয় এ সেতুতে। ২০১৭ সালে কাঠবোঝাই ট্রাক পার হতে গিয়ে সেতুটি একবার ভেঙে গিয়েছিল।
খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, দীঘিনালা থেকে সাজেক পর্যন্ত সড়কটি সেনাবাহিনীর ইসিবি কোর দেখা-শোনা করে। যদি সেনাবাহিনী থেকে সওজের কাজে কারিগরি কোনো সহযোগিতা লাগে তাহলে দেওয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy