মঙ্গলবার ২ মার্চ ২০২১খ্রি: ৪ মাইল খুম্পৈই যুব সমবায় সমিতি হল রুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা।
এতে ককবরক ভাষা প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক গঠিত ককবরক লেখক প্যানেলের সদস্য, ককবরক রিসার্চ ইনস্টিটিউট এর সদস্য ও ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জগদীশ রোয়াজা।
এসময় খাগড়াছড়ি জেলা সদর শাখার সাধারণ সম্পাদক নিশি ত্রিপুরার সঞ্চালনায় সভাপতি খলেন জ্যোতি ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের পেরাছড়া পূর্ব আঞ্চলিক শাখার সভাপতি ও পেরাছড়া ইউনিয়ন পরিষদ সদস্য জমেন্দ্র লাল ত্রিপুরা, ৪মাইল যৌথ খামার পাড়া কার্বারী বিকাশ চন্দ্র ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক যদুনাথ ত্রিপুরা, ৪মাইল তৈইবাকলায় পাড়ার যুব প্রতিনিধি চারু বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি কলেজ শাখার সভাপতি দীপিকা ত্রিপুরা, জেলা সদর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক চারু বিকাশ ত্রিপুরা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংগঠনের পেরাছড়া ইউনিয়ন ও গোলাবাড়ী ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ ।
এসময় খাগড়াছড়ি জেলা সদর শাখার সভাপতি খলেন জ্যোতি ত্রিপুরা জানান, আমাদের এই প্রশক্ষণটি চলমান থাকবে। ২দিন করে আমাদের সংগঠনের জেলা সদর শাখার উদ্যোগে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাতৃভাষা ককবরক প্রশিক্ষণ প্রদানের আমাদের এটি ক্ষুদ্র প্রয়াস। শিখতে আগ্রহী শিক্ষার্থীদেরকেও তিনি ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy