খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এ প্রতিপাদ্য সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮ তম জন্ম বার্ষীকী ‘শেখ রাসেল দিবস’ পালন করা হয়।
সোমবার (১৮ অক্টোবর)ভোরে শেখ রাসেল’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ।
পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ ফরাজির সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন এর সঞ্চলনায় আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ূন মোর্শেদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুভাষ চাকমা,
সাধারণ সম্পাদক সুভাষ চাকমা বলেন,
১৯৭৫ সালের ১৫ ই আগস্ট এক অভিশপ্ত ভোরে শেখ রাসেলকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয। তার বক্ষভেদ করেছে তপ্ত বুলেট।কলিতেই ঝরে গেল একটি ফুল। একটি সম্ভাবনাময় জীবন। ফুটতে পারলো না সে। তার আলোয় আলোকিত হতে পারতো বাংলাদেশ।
সভাপতির বক্তব্যে এম হুমায়ূন মোর্শেদ খান বলেন, শেখ রাসেল আমাদের আবেগ, আমাদের অনুভূতির শেখ রাসেল নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যেখানে রাজনৈতিক প্রতিহিংসায়ে কোন ছোট্ট শিশু কে জীবন দিতে হয়েছে।
এসময় শেখ রাসেল স্মৃতি সংসদ ,আওয়ামী লীগ ও সকল সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..