‘আমাদের ভ্রাতৃত্বের যাত্রা হোক আগামীর কল্যাণে…’-এই শ্লোগানে ১৮ জানুয়ারী (সোমবার) উপজেলার মহামুনিস্থ মানিকছড়ি ফুড হাউজ এন্ড কনভেনশন হলে দিনব্যাপি সম্মেলনে শতাধিক ডিলার, রিটেইলার ও ইলেকট্রিশিয়ান সম্মেলনে অংশগ্রহণ করেন।সুুপারস্টার লিমিটেড’র পরিবেশক ও রুপা ইলেকট্রিক এন্ড ব্যাটারী হাউজের স্বত্তাধিকারী মোঃ আবদুর রহিম সুমন’র সভাপতিত্বে অনুষ্টিত সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ, সুপার স্টার গ্রুপের সিনিয়র জিএম মীর সাজ্জাদ আলী, সিনিয়র এসএম ফায়জুল হক তুষার, এসএম আমিনুল ইসলাম আমিন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দীন, অফিসার ইনচার্জ আমির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আতিউল ইসলাম, যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল মান্নান, বাজার সেক্রেটারী মোঃ নুর ইসলাম প্রমূখ।
দুই পর্বে অনুষ্টিত সম্মেলনে ব্যবসায়িক আলোচনা, ডিলার ও রিটেইলারদের বক্তব্য গ্রহন, পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র অনুষ্টিত হয়। র্যাফেল ড্র’তে বিজয়ী ও বছরব্যাপী সুপার স্টার পণ্যে ব্যবসায়িক কাজে বিশেষ অবদানের জন্য ডিলার, রিটেইলার ও ইলেকট্রিশিয়ানদের পুরস্কার প্রদানসহ অতিথিদেরকে বিশেষ ‘সম্মাননা স্মারক’ প্রদান করা হয়
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy