প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৬:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২১, ১:৫৯ এ.এম
খাগড়াছড়ির রামগড়ে মানসিক রোগীর আত্মহত্যা!
বেলায়েত হোসেন রামগড়, খাগড়াছড়ি
খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৮ নং ওয়ার্ড ফেনীরকুলে গলায় ফাঁস লাগিয়ে আরিফ হোসেন (২৪) নামের এক মানসিক রোগী আত্মহত্যা করেছে। ৩০শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলের দিকে নিজ ঘরে আত্মহত্যা করেছেন এই যুবক। ঘটনার সময় বাড়ির লোকজন দাওয়াতে ছিলো বলে পারিবারিক ভাবে জানা গেছে, বেশ কিছু দিন যাবত আরিফ হোসেন , মানসিক রোগী ছিলেন , এমনটি শুনা যাচ্ছে। আরিফ মা বাবার একমাত্র ছেলে, দুই বোনের পরে আরিফ হোসেন ছিলো সবার ছোট, বছর তিনেক আগে হার্টঅ্যাটাক করে তার বাবাটাও মারা গিয়েছিল। গত বছর নভেম্বরে আরিফ বিয়ে করেন একই এলাকায় , সংসার জীবনে তাদের কোন সন্তান সন্তানাদি হয়নি তবে নিহত আরিফের স্রী বর্তমানে ৫মাসের অন্তঃসত্ত্বা রয়েছেন, এমনটিই বলছেন স্বজনরা। কিছু দিন ধরে আর্থিক ভাবে টানাটানি চলছে বলে শুনা গেছে, এলাকায় ছোট্ট একটা ব্যবসাও ছিলো নিহত আরিফ হোসেনের। কেউ কেউ বলছেন কিছুদিন ধরে বেশ ঋণগ্রস্ত হয়ে পড়ে, তারপর ব্যবসাটা বন্ধ হয়ে যায়। সেই থেকে বাড়িতেই থাকছেন নিহত আরিফ। পরিবার সূত্রে জানা গেছে, সে কিছু দিন যাবত মানসিক ভাবে অসুস্থ, চিকিৎসাও চলছিল তার।
এদিকে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছান, রামগড় থানার ওসি সামশুজ্জামান, বলেন লাশ উদ্ধার করা হয়েছে, একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হবে, আগামীকাল লাশের ময়নাতদন্তের পর স্বজনদের হস্তান্তর করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy