ইব্রাহিম হোসেন,খাগড়াছড়িরঃ
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র আগামী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে এ বিজ্ঞপ্তি কার্যকর হবে এবং পরবর্তী ১৪ দিন খাগড়াছড়ি জেলার সকল পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এই তথ্যটি নিশ্চিত করেন বলেন।
এই সিদ্ধান্তের ফলে আলুটিলা রহস্যময় গুহা, জেলা পরিষদ পার্ক, দেবতা পুকুর, মায়াবিনি লেক, হাতীর মাথাসহ খাগড়াছড়ি জেলার সকল পর্যটন কেন্দ্রগুলোতে এখন কেউ যেতে পারবেন না।
এদিকে উচ্চমাত্রার করোনা সংক্রমণ প্রতিরোধে
সারাদেশের মতো পাহাড়ী জেলা খাগড়াছড়িতে রাত ১০টার পর জরুরি সেবার কাজে নিয়োজিত ব্যক্তি ও পরিবহনের চলাচলও নিষিদ্ধ করা হয়।
স্বাস্থ্যবিধি পালনে জনগণকে সচেতন করতে প্রচারণার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত চলছে।
Leave a Reply