শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ১৮টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. রাজু আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।
এদিকে বিএনপি প্রার্থী ইব্রাহিম খলিল (ধানের শীষ) পেয়েছেন ৪৩০৮ ভোট। জাতীয় পার্টির ফিরোজ আহম্মেদ (লাঙ্গল) পেয়েছেন ১৮৪ ভোট। সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর ১,২,৩ নং ওয়ার্ডে হয়েছেন সালেহা রহমান, ৪,৫,৬ নং ওয়ার্ডে হয়েছেন শাহেদা আক্তার, ও ৭,৮,৯ নং ওয়ার্ডে উক্রাইয়ু মারমা নির্বাচিত হয়েছেন।
কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আওয়ামীলীগ নেতা (এবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায়) অতীশ চাকমা (দ্বিতীয় বার), ২নং ওয়ার্ডে যুবলীগ নেতা মানিক পাটোয়ারী, ৩নং ওয়ার্ডে মো: শাহ আলম, ৪নং ওয়ার্ডে আওয়ামীলীগ নেতা বাচ্চুমনি চাকমা, ৫নং ওয়ার্ডে (পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ) খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আবদুল মজিদ (দ্বিতীয় বার), ৬নং ওয়ার্ডে যুবলীগ নেতা রেজাউল করিম, ৭নং ওয়ার্ডে যুবলীগ নেতা মংরে মারমা, ৮নং ওয়ার্ডে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ (দ্বিতীয় বার), ও ৯নং ওয়ার্ডে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লিটন চাকমা নির্বাচিত হয়েছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy