ইব্রাহিম হোসেন, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি সরকারি কলেজের টয়লেট থেকে সদ্য জন্ম নেয়া এক কন্যা শিশু উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে কান্নার শব্দ শুনে শিশুটিকে উদ্ধার করা হয়।কলেজের প্রভাষক রেশমি চাকমা বলেন, কান্নার শব্দ শুনে টয়লেট থেকে একটি নবজাতক উদ্ধার করে কলেজের অফিস সহায়কসহ স্থানীয়রা।
নবজাতকটিকে খাগড়াছড়ি মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা বলেন, নবজাতকটি বর্তমানে ভালো আছে। হাসপাতালে ভর্তি রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাসপাতালের সমাজ সেবা অফিসার নাজমুল হাসান জানান, নবজাতকটির চিকিৎসাসহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।
খাগড়াছড়ি প্রভেশনাল অফিসার প্রীতি বিজয় চাকমা জানান, নবজাতকটির কেউ না থাকায় অভিভাবক নির্ধারণে কিছু প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেয়া হবে।