শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মধ্যপাড়ায়। মৃত গোলাম সরোয়ার একই এলাকার রফি উদ্দিন মোল্লার ছেলে। তিনি বাংলাদেশ রেলওয়েতে চট্টগ্রামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পদে চাকরি করতেন।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, চট্টগ্রামে করোনা উপসর্গ দেখা দিলে ২৯ জুন গ্রামের বাড়িতে আসেন গোলাম সরোয়ার। পরে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। এরপর ১ জুলাই কুষ্টিয়া সরকারি হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানেই শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
তিনি জানান, গোলাম সরোয়ারের মরদেহ অ্যাম্বুলেন্সে গ্রামে আনা হয়। কিন্তু তার জানাজার জন্য খাটিয়া দেয়নি গ্রামবাসী। এছাড়া কেউ অংশও নেননি। একপর্যায়ে অ্যাম্বুলেন্সেই জানাজা পড়ানো হয়। পরে ঝিনাইদহের ডিসির নির্দেশনায় ইসলামিক ফাউন্ডেশনের শৈলকুপা উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy