
উবাইদুল্লাহ খানজাহান আলী থানা প্রতিনিধি খুলনাঃ
খানজাহান আলী থানা জাতীয় পার্টির সভাপতি এস এম আনিসুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন। শুক্রবার দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের গোপন ভোটে তারা নির্বাচিত হয়।
সভাপতি পদে এস এম আনিসুর রহমান ও জাহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করে আনিসুর রহমান ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম আজাদ ও সজিব আহম্মেদ রাজু প্রতিদ্বিন্দ্বিতা করে নজরুল ইসলাম আজাদ ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এবং সাংগঠনিক সম্পাদক পদে তিনজন প্রতিদ্বিন্দ্বিতা করে মোস্তাফিজুর রহমান বাবু ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়। শুক্রবার সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের ভোটগ্রহণ শেষে রাতে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম মধূ আমন্ত্রিত অতিথিদের নিয়ে ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে সম্মেলনের সম্মানীত অতিথি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্মাদক ও মহানগর জাপার যুগ্ন আহবায়ক মাওলানা এস. এম. আল জুবায়ের। মোট ৪৬জন কাউন্সিলর তাদের মূল্যবান ভোট দিয়ে খানজাহান আলী থানা জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদ তিনটি পদের নেতৃত্ব নির্ধারণ করেন।
খানজাহান আলী থানা জার্টির পাটির নির্বাচিত নেতৃবৃন্দদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পাটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম মধূ, মহানগরের ভারপ্রাপ্ত আহবায়ক এ্যডঃ মাহাতাব উদ্দিন, কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্মাদক ও মহানগর জাপার যুগ্ন আহবায়ক মাওলানা এস. এম. আল জুবায়ের, মহানগর জাপার সদস্য-সচিব হাজী মোশাররফ হোসেন, সোনাডাঙ্গা থানা আহবায়ক শেখ নাজমুল কবির সাদি, দৌলতপুর থানা আহবায়ক আশরাফুল ইসলাম সেলিম, খালিশপুর থানা আহবায়ক শরীফ মোহাম্মাদ শাহজাহান, সদর থানার সভাপতি তৈমুর হোসেন শাহীন এবং আড়ংঘাটা থানা আহবায়ক জি এম কওসার আহমদ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply