প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ১২:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২১, ১:৩৪ এ.এম
খানজাহান আলী থানা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন আগামীকালঃ প্রস্তুতি সম্পন্ন, থাকছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

উবাইদুল্লাহ, খানজাহান আলী থানা প্রতিনিধি খুলনাঃ
খানজাহান আলী থানা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন আগামীকাল শুক্রবার ফুলবাড়ীগেট বি,কে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
দলের মধ্যে মতভেদ দূর করে সকল জল্পন কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে খানজাহান আলী থানা জাতীয় পাটির্র কাঙ্খিত সম্মেলন শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হতে যাচেছ। সম্মেলন উদ্বোধন করবেন জাতীয় পার্টি খুলনা মহানগরের ভারপ্রাপ্ত আহবায়ক এ্যডঃ মাহাতাব উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম মধূ। সম্মেলনের সম্মানীত অতিথি থাকবেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্মাদক ও মহানগর জাপার যুগ্ন আহবায়ক মাওলানা এস. এম. আল জুবায়ের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মহানগর জাপার সদস্য-সচিব হাজী মোশাররফ হোসেন। সম্মেলনের সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক, মহানগর ও খানজাহান আলী থানার জাপার যুগ্ন আহবায়ক এস.এম. আনিসুর রহমান। সম্মেলন সঞ্চালনা করবেন খানজাহান আলী থানার জাপার সদস্য-সচিব মোঃ নজরুল ইসলাম আজাদ। সম্মেলনে মহানগর, জেলা, থানা ও ওয়ার্ডএর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এস. এম. আনিসুর রহমান জানায় সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্নত হয়েছে। যথাসময়ে কাঙ্খিত সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে কাউন্সিল অনুষ্ঠিত হবে। ৫০ জন ডেলিগেল কাউন্সিলর তাদের মূল্যবান ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন।
সভাপতি পদে থানার আহবায়ক এস.এম. আনিসুর রহমান ও সাধারন সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম আজাদের নাম শোনা যাচ্ছে। একাধিক প্রার্থী হলে সিলেকশন না হয়ে ইলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন করা হবে।
আলোকিত যুব সংঘের উপকারী দেয়াল উন্মোচন ও কমিটির পরিচিতি
এম আর হাসান খুলনা জেলা প্রতিনিধিঃ আলোকিত যুব সংঘের উপকারী দেয়াল উন্মোচন ও নবগঠিত কমিটির পরিচিতি এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায় প্রকল্পের(২য় পর্যায়) উঠান বৈঠক গতকাল বুধবার বিকাল ৩টায় তেলিগাতী পাকার মাথায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, যোগিপোল ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বর কাজী শহিদুল ইসলাম পিটো, মহিলা মেম্বর মাহফুজা খাতুন। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু ও তথ্য সেবা কর্মকর্তা সাঈদা খাতুন। ২নং ওয়ার্ড ইউপি সদস্য জি এম এনামুল কবিরের সভাপতিত্বে এবং সুজন পরশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন আলোকিত যুব সংঘের নবগঠিত কমিটির সভাপতি মোঃ রুবেল শেখ, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর শেখ, গাজী আঃ রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ আকরাম শেখ,সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক মোঃ দোলন গাজী, মোঃ আলামিন শেখ, কোষাধ্যক্ষ মোঃ জয়নাল জমাদ্দার, মোঃ আরাফাত শেখ, মোঃ সুজন শেখ, শেখ সাকিব, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মেহেদী হাসান, মোঃ আজাদ শেখ।
আলোকিত যুব সংঘের উপকারী দেয়াল উন্মোচন ও নবগঠিত কমিটির পরিচিতি এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায় প্রকল্পের(২য় পর্যায়) উঠান বৈঠক প্রধান অতিথির বক্তৃতা করেন দিঘলিয়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলম
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy