সিরাজ মাসুদ, ভোলা : ভোলার মনপুরায় খালুর বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছে ১৬ বছরের এক কিশোরী। সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। শুক্রবার ওই কিশোরীকে দিয়ে শনাক্তকরণসহ পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ছেড়ে দেওয়া হয়।
মনপুরা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন জানান, গত ঈদুল আজহায় ঢাকা থেকে মনপুরায় খালুর বাড়িতে বেড়াতে আসে ওই কিশোরী। সোমবার রাত ১০টায় উপজেলার মনপুরা ইউনিয়নের আন্দিরপাড় গ্রামে খালুর বাড়ি থেকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে মুখ বেঁধে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের দোতলায় নিয়ে ওই কিশোরীকে ৫ জন মিলে ধর্ষণ করে। পরে কূলাগাজী তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে নিয়ে ফের ধর্ষণসহ পাশবিক নির্যাতন চালানো হয়।
মঙ্গলবার ভোরে ওই কিশোরীকে হাত ও পা বাঁধা অবস্থায় রেখে চলে যায়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় শুক্রবার ওই কিশোরী ৫ জনকে আসামি করে থানায় মামলা করেছে। তবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করতে পারলেও অপর দুই আসামি পলাতক রয়েছে।
গ্রেফতারকৃতরা হল- শাকিব, করিম ও জোবায়ের। শামীম ও রুবেল পলাতক রয়েছে। এদের সবার বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে।
মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, সোমবার কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়। বৃহস্পতিবার পুলিশ খবর পেয়ে ৪ জনকে গ্রেফতার করে। শুক্রবার সকালে কিশোরী বাদী হয়ে ৫ জনকে আসামি করে মনপুরা থানায় মামলা করে। এর মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়। অপর দুইজনকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।