আন্তর্জাতিক ডেস্ক নিউজ,
খুব শিগগিরই হাইস্কুলে যেতে পারবে আফগান মেয়েরা
আফগান মেয়েরা ‘খুব শিগগিরই’ মাধ্যমিক বিদ্যালয়ে (হাইস্কুল) যেতে পারবে বলে জানিয়েছে তালেবান।
শুক্রবার (১৫ অক্টোবর) জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন।
গত সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুল পরিদর্শন করে এসে ইউনিসেফের উপ-নির্বাহী পরিচালক ওমর আবদি জানিয়েছে, আফগানিস্তানের ৩৪ প্রদেশের মধ্যে পাঁচটি প্রদেশ এরইমধ্যে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে।
তিনি বলেছেন, আফগান শিক্ষামন্ত্রী তাকে বলেছিলেন, তারা মেয়েদের বিদ্যালয়ে ফেরাতে একটি কাঠামো করছে। আগামী এক থেকে দুমাসের মধ্যে এই কাঠামো প্রকাশ করা হবে।
আবদি আরও বলেন, আমরা তাদের বলেছি কালক্ষেপণ না করতে। কারণ লাখ লাখ আফগান মেয়ে শিক্ষার্থী শিক্ষার বাইরে চলে গেছে। প্রত্যেক সভায় আমরা তালেবানকে নারী শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে থাকি।
তিনি বলেন, ২০০১ সালে যখন মার্কিন নেতৃত্বাধীন জোট তালেবানকে ক্ষমতা থেকে বিতাড়িত করে, তখন মাত্র ১০ লাখ আফগান শিশু স্কুলে ছিল। গত ২০ বছরে সেই সংখ্যা এককোটি দাঁড়িয়েছে। যার মধ্যে ৪০ লাখই মেয়ে শিশু।
তিনি বলেন, গত দুই দশকের শিক্ষা অর্জনকে শক্তিশালী করতে হবে এবং পিছিয়ে পড়তে দেওয়া যাবে না।
কিন্তু জাতিসংঘ শিশু তহবিলের উপপ্রধান বলেন, এই অগ্রগতি সত্ত্বেও ৪২ লাখ মেয়ে শিশু বিদ্যালয়ের বাইরে রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy