প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ১১:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২১, ১:৫৫ এ.এম
খুলনায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬

খুলনায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬
এম আর হাসান জেলা প্রতিনিধি খুলনা:
খুলনা মহানগরীতে নিয়মিত মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ৬২ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ ছয়জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ জুলাই) এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল- সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গার নূর ইসলাম সরদারের ছেলে , সোনাডাঙ্গার শেরে বাংলা রোডের জব্বার সড়কের বাসিন্দা মাসুম সরদার (৩২), নগরীর ১৯ সোহরাওয়ার্দী কলেজ লিংক রোডের নূর ইসলামের ছেলে আব্দুর রহিম (২০), বাগমারা মেইন রোডের মৃত রতন মোল্লার ছেলে ইসমাইল মোল্লা (২৭), একই এলাকার আবু বক্কর সিদ্দিক খোকনের ছেলে কিশোর অপরাধী ইমন শেখ (১৬), পটুয়াখালীর কেয়াবুনিয়া মাতব্বর বাড়ীর মৃত আব্দুর রহমান মাতব্বরের ছেলে খালিশপুরের প্লাটিনাম জুটশিল সংলগ্ন এলাকার শিপন মাতব্বর (৩৫) এবং খুলনার ডুমুরিয়ার কলমপুর সরদারপাড়ার আবু বক্কর সরদারের ছেলে শাহীন সরদার (২৬)।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy