প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৩:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২১, ৭:০১ পি.এম
খুলনায় মাদকবিরোধী পুলিশের অভিযানে গ্রেফতার-৮

উবায়দুল্লাহ খানজাহানা আলী থানা প্রতিনিধি খুলনাঃ
গত কাল রবিবার খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৮জন মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ।
খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী মাহামুদ হাসান (কাকন) (২৬), পিতা-আলী আহম্মদ সাং-বৈলতলী থানা-ফকিরহাট জেলা-বাগেরহাট। রিন্টু গাজী(২৫), পিতা-মৃত: দিদারুল গাজী সাং-জোড়শিং গাজীপাড়া দক্ষিণ বেতকাশি থানা-কয়রা জেলা-খুলনা। এ/পি সাং-মুজগুন্নী দাক্ষিণ কাজীপাড়া থানা-খালিশপুর। মুরাদ মল্লিক(৪২) পিতা-মৃত: আমজাদ হোসেন মল্লিক সাং-আইচগাতী মল্লিকপাড়া থানা-রূপসা, জেলা-খুলনা, এ/পি সাং-আব্দুল গনি সড়ক, ট্রাক স্ট্যান্ড মোড়, থানা-সোনাডাঙ্গা মডেল। রহমত উল্লাহ শেখ(২৮) পিতা-মোঃ সোবহান শেখ সাং-বসুপাড়া বাঁশতলা থানা-সোনাডাঙ্গা মডেল। কুট্টি শেখ(৩০), পিতা-মৃত: হামেজ উদ্দিন শেখ, সাং-বারইখালী, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-জোড়াগেট ০৭নং ঘাট, গরুরহাট, ওয়ার্ড নং-২১, থানা-খালিশপুর; রহিম(৩০), পিতা-মোঃ নজু, সাং-বারইপাড়া বরইতলা থানা-কালিয়া জেলা-নড়াইল। এ/পি সাং-বিআইডিসি রোডস্থ ক্রিসেন্ট লালগেট থানা-খালিশপুর। রবিউল ইসলাম(২৬), পিতা-মোঃ রফিকুল ইসলাম সাং-গোবিন্দপুর থানা-মকসেদপুর জেলা-গোপালগঞ্জ। এ/পি সাং-পিপলস নিউ কলোনী রোড নং-০২, থানা-খালিশপুর এবং আলমগীর হোসেন(৪০) পিতা-মৃত: আব্দুল মান্নান সাং-হাউজিং এস্টেট নতুন কলোনী রোড নং-২১৭, বাড়ী নং-এন/ই-২৫ ওয়ার্ড নং-১০ থানা-খালিশপুর। মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে পুলিশ সূত্রে জানা যায়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy