জান্নাত মীরঃ
খুলনা সড়ক ও জনপথ বিভাগের বেদগ্রাম কয়রা সড়কের ৫১ তম কিলোমিটারে অবস্থিত কয়রা সেতুর টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে ওই পথে যাত্রী যানবাহন চালকরা এমন অভিযোগ করেছেন ইজারাদার মিনারুল ইসলাম সানার বিরুদ্ধে।
গাড়ি চালকদের অভিযোগ কোন যানের কত টোল সে চাট সেতুর টোল ঘরের পাশে টানানো থাকলেও তা মানা হচ্ছে না, চাটে নির্ধারিত মূল্য তালিকার সে দুই তিন গুণ বেশি টাকা রাখা হচ্ছে না দিলে গাড়ি চালকদের সাথে দুর্ব্যবহার এমনকি মারামারি ও হামলার শিকার হচ্ছে গাড়ী চালকরা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রেজাউল বিশ্বাস বাড়ি পাটনি খালি তিনি পাইপ বোঝাই নসিমন টমটম গাড়ি নিয়ে সেতুর উপরে উঠতেছিলেন বলেন আমি গাড়িটা উপরে উঠিয়ে তারপর আপনাদেরকে টাকা দিচ্ছি কিন্তু তারা সেটা না শুনে ব্রিজের উপর থেকে বিভিন্ন রকমের মারধর এমনকি তার দাড়ি ধরে অপমান করে পরে সে তার গাড়ীর নির্ধারিত ভাড়া হয় ১৫ টাকা কিন্তু তার কাছ থেকে যাওয়া-আসা বাবদ নেওয়া হয় ৬০ টাকা টোল।
এ ব্যাপারে সংবাদ সংগ্রহ করতে যেয়ে সাংবাদিকরা তাদের রোষানলের শিকার হয় পরবর্তীতে তারা মাফ চেয়ে নেয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়ার ব্যাপারে ইজারাদার মিনারুল ইসলাম সানার কাছে জানতে চাইলে তিনি বলেন নির্ধারিত টোল নেয়া হচ্ছে এর বেশি আমরা নিচ্ছি না।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy