প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৯:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২১, ৩:১৯ এ.এম
খুলনার ফুলতলায় ওয়ার্ড আ’লীগের সভাপতি গাঁজাসহ গ্রেফতার

খুলনার ফুলতলায় ওয়ার্ড আ'লীগের সভাপতি গাঁজাসহ গ্রেফতার
উবায়দুল্লাহ খানজাহান আলী খুলনা
খুলনার ফুলতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে রোববার (২৫ জুলাই) দিবাগত রাতে আলকা রেলগেট এলাকা থেকে দামোদর গ্রামের ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি নজরুল ইসলাম গাজী (৫৭) কে ২১০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নজরুল ইসলাম গাজী আলকা কারিকরপাড়া রেলগেট এলাকার সায়েদ আলী গাজীর পুত্র। সে দীর্ঘদিন ধরে গোপনে মাদক বিক্রি করে আসছিল। এ ব্যাপারে ফুলতলা থানায় মামলা হয়েছে। এছাড়া ফুলতলা বাজারের ভাই ভাই ষ্টোরের সামনে থেকে ২ লিটার দেশী মদসহ রবিউল শেখ (৫২) কে আটক করে। সে অভয়নগর ভাটপাড়া গ্রামের মানিক ফারাজির পুত্র। আটককৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy