শুক্রবার সন্ধ্যায় তিনি করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। এর আগে বৃহস্পতিবার তার নমুনায় করোনা শনাক্ত হয়।
করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, শেখ মো. নুরুল হক অনেক বয়স্ক একজন ব্যক্তি। এমনিতে তার কিডনিতে সমস্যা রয়েছে। তাছাড়া তার শারীরিক অবস্থা আগে থেকেই ভালো ছিল না। গতকাল তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। আজ সংক্রমণের মাত্রা বৃদ্ধি পেলে হাসপাতালে ভর্তি হন। আমরা তাকে আইসিইউতি চিকিৎসা দিচ্ছি তার অবস্থা সংকটাপন্ন।
অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক খুলনা-৬ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০১৪ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy