প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ৫:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২১, ২:৫৮ পি.এম
খুলনায় করোনায় কর্মহীনদের মাঝে সোনালী ব্যাংকের উদ্যোগে নগদ অর্থ বিতরণ
খুলনায় করোনায় কর্মহীনদের মাঝে সোনালী ব্যাংকের উদ্যোগে নগদ অর্থ বিতরণ
এম আর হাসান জেলা প্রতিনিধি খুলনাঃ
সোনালী ব্যাংক লিমিটেডের বিশেষ সিএসআর কার্যক্রমের আওতায় খুলনা জেলা প্রশাসনের আয়োজনে করোনায় কর্মহীন হয়ে পড়া প্রায় পাঁচশত অসহায়, দুঃস্থ ও নিম্নআয়ের শ্রমজীবীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। অর্থ সহায়তার মধ্যে ছিলো জনপ্রতি দুই হাজার টাকা। এছাড়াও সোনালী ব্যাংক খুলনা জেলার সকল উপজেলায় তিনশত ২৫ জনকে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছে।
খুলনার জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার প্রধান অতিথি হিসেবে (শনিবার) জেলা স্টেডিয়ামে এই অর্থ সহায়তা বিতরণ করেন। বিতরণকালে জেলা প্রশাসক বলেন, দেশব্যাপী চলমান করোনাভাইরাসের কারণে হতদরিদ্র ও কর্মহীন মানুষের দুর্দশার শেষ নেই। এই সংকটময় সময়ে অর্থ সহায়তা প্রদানের জন্য সোনালী ব্যাংক লিমিটেডকে ধন্যবাদ জানান তিনি। করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান করে চলাচলের জন্য জেলা প্রশাসক সকলের প্রতি আহবান জানান।
অর্থ সহায়তা বিতরণে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিকুর রহমান খান, সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম, ডিজিএম এফএম মনিরুল ইসলাম, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম রশিদী দোজা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোনালী ব্যাংক লিমিটেড পরিচালনা পরিষদের সিদ্ধান্তে সিএসআর কার্যক্রমের আওতায় খুলনা জেলার বস্তিবাসী, ছিন্নমূল এবং করোনায় সংক্রমণের কারণে সাময়িকভাবে বেকার হয়ে পড়া ব্যক্তিদের পরিবারের সহায়তা প্রদান করে আসছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy