জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে খুলনায় চারদিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার সমাপনী (রবিবার) রাতে নগরীর শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। সমাপনীতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতা পরস্পরের সাথে সম্পৃক্ত। বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা ও অনুপ্রেরণা নিয়ে সামনে এগুতে হবে। এই বইমেলা খুলনাবাসীকে অনুপ্ররণা যুগিয়েছে। নতুন প্রজন্মকে বই পড়ার অভ্যাস করতে হবে। বই হলো মানুষের প্রকৃত বন্ধু। তিনি বলেন, শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের সাথে অন্য বই পড়ার প্রবণতা থাকলে বই পড়ার অভ্যাস গড়ে উঠবে। বইপড়া ও বইকেনার অভ্যাস গড়ে তুলতে পারলে জাতি মননে আরো সমৃদ্ধশালী হবে।
খুলনার জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, সরকারি বজ্রলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ অতিকুজ্জামান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ জাফর ইমাম ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। অনুষ্ঠানে স্বাগত জানান জেলা শিক্ষা অফিসার রুহুল আমীন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এই মেলার আয়োজন করে।
চারদিন ব্যাপী এই বইমেলায় প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ১০ হাজারের অধিক বই বিক্রি হয়।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy