প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ৭:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২১, ৬:৫৪ পি.এম
খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ র্যাবের হাতে দুই ভাই গ্রেফতার

খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ র্যাবের হাতে দুই ভাই গ্রেফতার
জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনা:
খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ হেলাল শিকদার (২৩) ও জেল্লাল (১৯) নামে দুই ভাইকে গ্রেফতার করেছে র্যাব-৬। গ্রেফতার দু’জন সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার খলিল শিকদার ও কেসিসি’র ১৮নং ওয়ার্ডের ঝাড়ুদার (মাস্টাররোল) হালিমা বেগম এর ছেলে। সোমবার রাতে তাদের গ্রেফতার হয় বলে গতকাল মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
র্যাব-৬ জানায়, সোমবার রাতে র্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, সোনাডাঙ্গা আবু বক্কর খান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কতিপয় ব্যক্তি ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে হেলাল শিকদার ও জেল্লালকে গ্রেফতার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দখল হতে ৩টি দেশীয় তৈরী হাসুয়া উদ্ধার পূর্বক জব্দ করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মহানগরীর সোনাডাঙ্গা থানায় পেনাল কোডের ১৮৬০ সালের ৩৯৯ ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy