খুলনায় ডা. আব্দুর রকিব খান হত্যা মামলায় আরও দুই আসামি মো. আবু আলী শেখ ও গোলাম মোস্তফাকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে খুলনা মেট্রোপলিটন আদালতে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া মামলার প্রধান আসামি মো. জমির (৩৫) হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানা পুলিশের উপ-পরিদর্শক বিএম মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) মামলায় সন্দেহভাজন আসামি খাদিজা বেগম (৪৫) আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় ও একই দিন মামলার আসামি আব্দুর রহিমকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। এ নিয়ে হত্যা মামলায় মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, রোগীর স্বজনদের হামলায় গুরুতর আহত খুলনার রাইসা ক্লিনিকের পরিচালক ডা. রকিব খান গত ১৬ জুন সন্ধ্যায় আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট টেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ও ‘গরিবের ডাক্তার’ হিসেবে খ্যাত ছিলেন। রাইসা ক্লিনিকে ভুল চিকিৎসার অভিযোগ তুলে মৃত রোগীর স্বজনদের হামলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।এদিকে, এ হত্যাকাণ্ডের প্রতিবাদ, দ্রুত আসামিদের গ্রেফতার ও নিহতের পরিবারের সাথে দুর্ব্যবহার করায় খুলনা সদর থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়ে গত বুধবার থেকে টানা কর্মবিরতী শুরু করে খুলনায় সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। তবে বুধবার রাতে হত্যা মামলায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করলে ৭২ ঘন্টার মধ্যে বাকি আসামিদের গ্রেফতার ও খুলনা সদর থানার ওসিকে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়ে কর্মবিরতী স্থগিত করে চিকিৎসকরা।