প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ৮:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২১, ৭:৩২ পি.এম
খুলনায় তথ্য অধিকার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ
‘তথ্য অধিকার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার আজ (বৃহস্পতিবার) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা আঞ্চলিক তথ্য অফিস আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও সনাক খুলনা টিআইবির প্রাক্তন সভাপতি অধ্যাপক আনোয়ারুল কাদির।
সেমিনারে প্রধান অতিথি বলেন, অবাধ তথ্য প্রাপ্তির অধিকার কল্যাণ রাষ্ট্রের সূচক। রাষ্ট্রের মালিকানা জনগণের। তথ্য অধিকার আইনে তথ্য গোপন করার সুযোগ নেই। জনগণকে সত্য জানালে দেশ নিরাপদ থাকবে। তাই সরকারি-বেসরকারি দপ্তরের লুকোচুরির মানসিকতা পরিহার করতে হবে। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োজন। তবে নিরাপদ তথ্য পরিবেশনের ক্ষেত্রে সেটি যেন অন্তরায় না হয় সেদিকে নজর দেয়া প্রয়োজন।
মুক্ত আলোচনায় যোগ দিয়ে অংশগ্রহণকারীরা বলেন, সরকার তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টি করতে চাইলেও অনেক সরকারি অফিস তাদের ওয়েবসাইট হালনাগাদ করে না। তথ্য অধিকার নিশ্চিতে কেন্দ্রীয়ভাবে অভিযোগ প্রতিকারের ব্যবস্থা নজরদারিতে আনতে হবে। সিটিজেন চার্টার জনবান্ধব হতে হবে। তারা বলেন, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে। তথ্যের অবাধ প্রবাহের নামে মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়ানো যাবে না। অংশগ্রহণকারীরা বিভাগীয় পর্যায়ে তথ্য কমিশনের অফিস স্থাপনের প্রস্তাব করেন।
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন। সেমিনারটি সঞ্চালনা করেন আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মঈনউদ্দীন। তথ্য অধিকার আইন বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন সহকারী তথ্য অফিসার আতিকুর রহমান মুফতি।
সেমিনারে খুলনার বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক, জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার খুলনা ব্যুরো প্রধানগণ অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy