প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৪:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২১, ৭:০২ পি.এম
খুলনায় তিন ফার্মেসীতে ১৮ হাজার টাকা জরিমানা

খুলনায় তিন ফার্মেসীতে ১৮ হাজার টাকা জরিমানা
জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনা:
খুলনা মহানগরীর টুটপাড়া ও চানমারী বাজারের তিনটি ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৮ জুলাই) দুপুরে অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে বাজারে তদারকিমুলক এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানিয়েছেন, নগরীর টুটপাড়া মেইন রোডের মেসার্স ইসলাম ফার্মেসী ও মেসার্স ড্যাফোডিল ফার্মেসীকে ৪ হাজার টাকা করে এবং চানমারী বাজারের মেসার্স চৌধুরী ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, মূল্যবিহীন ও মেয়াদুত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে ফার্মেসীতে সংরক্ষণ করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করেছে।
এছাড়া ব্যবসায়ী ও ভোক্তাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিংসহ, লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy