নিজস্ব প্রতিবেদক
খুলনায় রপ্তানিযোগ্য প্রিন্টিং এন্ড প্যাকেজিং সামগ্রী উৎপাদনের জন্য অত্যাধুনিক মেশিনারীজ সমৃদ্ধ আরাফাত পলি প্রিন্টিং এন্ড প্যাকেজিং প্রাইভেট লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। আজ শনিবার দুপুর ১টায় খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন চকমথুরাবাদ রোডে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যখন একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে ঠিক তখনই খুলনায় প্রায় ১.২০ একর জমির উপর রপ্তানিযোগ্য প্রিন্টিং এন্ড প্যাকেজিং সামগ্রী উৎপাদনের জন্য আরাফাত পলি প্রিন্টিং এন্ড প্যাকেজিং প্রাইভেট লিমিটেড যাত্রা শুরু করলো। প্রতিষ্ঠানটিতে মোট ১৫০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন। অত্যাধুনিক মেশিনারীজ সমৃদ্ধ এ প্রতিষ্ঠানে মাস্টার কার্টুন, ইনার কার্টুন, টপ বটম, পলি প্রিন্টি এন্ড প্যাকেট ইত্যাদি যাবতীয় সামগ্রী উৎপাদন করা হবে।
শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন রূপালী ব্যাংক লিমিটেড বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক শচীন্দ্রনাথ সমাদ্দার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপালী ব্যাংক খুলনা জোনাল কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো: সাইফুল ইসলাম, বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মতিলাল ফকির, শামস্ ভবন কর্পোরেট শাখার বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জাকির ইবনে বরাক।
সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক লিমিটেড রূপালী সদন শাখার সহকারী মহাব্যবস্থাপক মো: মুজিব আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আরাফাত পলি প্রিন্টিং এন্ড প্যাকেজিং প্রাইভেট লিমিটেড’র চেয়ারম্যান এস এম আরিফুর রহমান মিঠু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের দৌলতপুর কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক বিলকিস আরা, আরাফাত পলি প্রিন্টিং এন্ড প্যাকেজিং প্রাইভেট লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মুক্তা রহমান, রূপালী ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক নাসির উদ্দিন হাওলাদার, আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক হারুন অর রশিদ, বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মতিলাল ফকির, সহকারী মহাব্যবস্থাপক রুপিয়া পারভীন, ঢাকা ব্যাংকের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও খুলনা শাখার রিজিওনাল ম্যানেজার মেহেদী জামান খান, ফিনিক্স ফাইন্যান্স এর শাখা প্রধান এ এস মোস্তফা জামান।
প্রতিষ্ঠানটি উদ্বোধনের স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী এবং দু:স্থ ও অসহায় করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy