খুলনা প্রতিনিধি: খুলনার বেসরকারি জুট মিলের শ্রমিকরা চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে শ্রম পরিচালকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে। সোমবার সকাল থেকে নগরীর বয়রা এলাকায় জড়ো হয়ে শ্রমিকরা কার্যালয়টি ঘেরাও করেন। এসময় তারা অবিলম্বে পাওনা পরিশোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এর আগে গত ১১ সেপ্টেম্বর শিরোমনি শ্রমিক কলোনীতে শ্রমিক জনসভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। ঘেরাও কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাবেক সিবিএ সভাপতি মো. শহিদুল্লাহ খাঁ। মিল মালিকের কাছে শ্রমিকদের প্রায় ১০ কোটি টাকা বকেয়া রয়েছে।
জুট মিলের সাবেক সিবিএ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী বলেন, মিলের বর্তমান সিবিএ নেতারা মালিকের সাথে আঁতাত করে শ্রমিকদের সাথে প্রতারণা করেছে। এ কারণে পাওনা পরিশোধের পাশাপাশি তিনি অনুগত এসব শ্রমিক নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
Leave a Reply