প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৯:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২১, ৩:৪২ পি.এম
খুলনায় বিশ্ব এইডস দিবস পালিত
এম আর হাসান জেলা প্রতিনিধি খুলনাঃ
সমতার বাংলাদশ এইডস ও অতিমারী হবে শীর্ষক প্রতিপাদ্য নিয়ে খুলনায় বুধবার বিশ্ব এইডস দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে সিভিল সার্জন দপ্তরের আয়াজনে সকালে খুলনা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলন সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।
প্রধান অতিথির বক্তৃতায় সিভিল সার্জন বলেন, মানুষকে এইডস বিষয়ে সচেতন করতে প্রতি বছর বিশ্ব এইডস দিবস পালন করা হয়। এই রোগটি নিয়ে মানুষের মধ্যে যে সকল ভুল ধারণা ছিলো তা পরিবর্তন হচেছ। এইডস একটি ভাইরাস জনিত রোগ হলেও ছোঁয়াচে রোগ নয় । নিরাপদ রক্তসঞ্চালন পদ্ধতি অনুসরণ, একই সিরিঞ্জ একাধিকবার ব্যবহার না করা ও পারিবারিক জীবন ধর্মীয় অনুশাসন মেনে চললে এইডস হতে অনেক অংশে দূরে থাকা সম্ভব।
র্যালি ও আলোচনা সভায় জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যেট ডাঃ রানা কুমার বিশ্বাস, ডাঃ নাজমুল কবির, ডাঃ এস এম মুরাদ হাসান, ডাঃ কাজী আবু রশিদ, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদসহ চিকিৎসাকর্মী, নার্স ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy