প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ১০:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২১, ৭:০৭ পি.এম
খুলনায় সাড়ে পাঁচশত দোকান কর্মচারী, নরসুন্দর ও গৃহকর্মী প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

খুলনায় সাড়ে পাঁচশত দোকান কর্মচারী, নরসুন্দর ও গৃহকর্মী
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন
জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনা:
খুলনায় করোনায় কর্মহীন সাড়ে পাঁচশত দোকান কর্মচারী, নরসুন্দর এবং গৃহকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ আজ (বৃহস্পতিবার) সকালে খুলনার শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। মানবিক সহায়তার মধ্যে ছিলো চাল, ডাল, আলু ও সবজি।
খুলনা জেলা প্রশাসন আয়োজিত এই খাদ্যসহায়তা বিতরণে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিকুর রহমান খান, খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মিজানুর রহমান, খুলনার জাতীয় মহিলা সংস্থার চেয়ারপ্যাসন অধ্যাপিকা রুনু ইকবাল, যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের কারণে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রান্তিক মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। লকডাউন চলাকালে খুলনা মহানগর এবং উপজেলাসমূহে এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy