প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২১, ৭:৪৮ পি.এম
খুলনায় ৪৪ জন অসুস্থ শ্রমিকের মাঝে ১৫ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান

জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের শ্রমিক কল্যাণ তহবিল হতে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার আওতাধীন অসুস্থ শ্রমিকের চিকিৎস্যা এবং তাদের মেধাবী সন্তানের উচ্চ শিক্ষা সহায়তা হিসেবে ৪৪ জন শ্রমিক ও তাদের স্বজনদের মাঝে ১৫ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
(বুধবার) সন্ধ্যায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই চেক বিতরণ করেন জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার।
চেক বিতরণকালে জেলা প্রশাসক বলেন, সরকার শ্রমিকদের কল্যাণে বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে। শিল্পের উন্নয়নে শ্রমিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশের উৎপাদন, উন্নয়ন ও সামগ্রিক অগ্রগতিতে শ্রমজীবী মানুষের অবদান গুরুত্বপূর্ণ।
চেক বিতরণে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইউসুপ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার ম-ল, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য) ডাঃ সোয়াইব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy