1. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  2. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
খুলনা আইনজীবি সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আইনজীবি সমিতির নিরঙ্কুশ জয়
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক ঋণনির্ভর প্রকল্প বাস্তবায়নে বাড়তি পরিশ্রমের  নির্দেশ প্রধানমন্ত্রীর  সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী লক্ষ্মীপুরে বিনামূল্যে সার বীজ বিতরণ বরুড়ায় বই ও কসমেটিক বিক্রেতাকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড,  স্বামী’র কারাদণ্ড বদলগাছীতে আগুনে ক্ষতিগ্রস্ত কাঠ মিস্ত্রিকে সহায়তা দিলেন সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী দেবীদ্বারে আনোয়ারাকে শ্বাসরুদ্ধ করে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের ফ্লাইওভারে গাড়িতে আগুন কোরবানির ঈদকে সামনে রেখে অস্থির চট্টগ্রামের মসলার বাজার বরগুনা উপজেলার হলদিয়া ও গুলিশাখালী ইউনিয়ন ভেঙ্গে নতুন ৫ ইউনিয়ন করার দাবী এলাকাবাসীর রাউজানে বড় ভাইয়ের হাতে আপন ছোট ভাই খুন

খুলনা আইনজীবি সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আইনজীবি সমিতির নিরঙ্কুশ জয়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ১.৩৭ এএম
  • ১৬৯ বার পঠিত
এম আর হাসান জেলা প্রতিনিধি খুলনাঃ
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পে‌য়ে‌ছে সাইফুল-তারা এর নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। রোববার(২৮নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ১৪ টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ টি পদে জয় পেয়েছেন এ পরিষদের প্রার্থীরা।
অপরদিকে যুগ্ম সম্পাদক ও এক‌টি সদস্যপদে বিজয়ী হয়েছেন বিএনপি-জামায়ত সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ।
নির্বাচনে এড. সাইফুল ইসলাম ৮১১ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সেখ নুরুল হাসান রুবা পেয়েছেন ৩৯৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৬৬২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এড. এস, এম, তারিক মাহমুদ তারা। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি এড. মোল্লা মশিয়ুর রহমান নান্নু পেয়েছেন ৫০৮ ভোট।
এছাড়া বিজয়ী অন্যরা হ‌লেন, সহ-সভাপতি এডভোকেট জি এম আমানুল্লাহ (৬২০), এ্যডভোকেট  নজরুল ইসলাম (৬৫৭),যুগ্ম সম্পাদক এডভোকেট সৈয়দ  এহতেশামুল হক জুয়েল (৬৫০), লাইব্রেরী সম্পাদক এডভোকেট এম এম কবীর আশরাফুল আলম রাজু (৬৬২), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট তামিমা লতিফ সিন্ধা (৬০১) এবং সদস্য এডভোকেট অশোক কুমার গোলদার (৬০১), এডভোকেট নওশীন রহমান বর্ষা(৭৮৫), এডভোকেট মেহেদী হাসান (৭৬৯), এডভোকেট আব্দুস শফিক মোল্যা জনি (৭১১), এডভোকেট সেখ মুনিরুজ্জামান মনির (৬৬৪), এডভোকেট রোমানা তানহা (৬২৫), এডভোকেট রানীমা খাতুন (৫৪০)।
নির্বাচনে মোট ১ হাজার ৩৭৫ জনের মধ্যে ভোট প্রদান করেন ১ হাজার ২৩১ জন। রোববার সকাল সাড়ে আট টায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে রাতে গননা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
বারের ১৪টি পদের অনুকুলে এবারও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে দু’টি প্যানেলে ২৮ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশগ্রহণ করেন।
নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান ছি‌লেন এড.  লিয়াকত আলী মোল্লা, সদস্য এড. এফ এম আক্তারুজ্জামান ও এড. খন্দকার মজিবর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews