প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৫, ৭:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২১, ১১:১৩ পি.এম
খুলনা জেলায় করোনা ভ্যাকসিন নিয়েছেন পাঁচ হাজার ৬৭ জন
খুলনা জেলায় করোনা ভ্যাকসিন নিয়েছেন পাঁচ হাজার ৬৭ জন
এম আর হাসান জেলা প্রতিনিধি খুলনা:
খুলনা জেলায় আজ (শনিবার) পাঁচ হাজার ৬৭ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ দুই হাজার সাতশত ৪৮ এবং মহিলা দুই হাজার তিনশত ১৯ জন।
আজ খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার তিনশত ২০ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার সাতশত ৪৭ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ দুইশত ৪০ জন, বটিয়াঘাটায় একশত ৮৪ জন, দিঘলিয়া দুইশত ৬২ জন, ডুমুরিয়া চারশত জন, ফুলতলা একশত চার জন, কয়রা আটশত ৬৩ জন, পাইকগাছা দুইশত ৪৬ জন, রূপসা দুইশত ৫২ জন এবং তেরখাদায় একশত ৯৬ জন টিকা গ্রহণ করেছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
খুলনা সিভিল সার্জন দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy