প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ১১:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২১, ১২:০৯ এ.এম
খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন গ্রেফতার
এম আর হাসান জেলা প্রতিনিধি খুলনাঃ
খুলনা জেলার পুলিশ সুপার মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্তের নেতৃত্বে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সঙ্গীয় ফোর্সসহ রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা কালে ১৮ অক্টোবর (সোমবার) সন্ধ্যা ৮ টার সময় রূপসা থানাধীন শ্রীরামপুর সাকিনস্থ জনৈক হালিম শেখ (৪০), পিতা- বেল্লাল শেখ, মাতা- মৃত হালিমা বেগম এর বসত বাড়ির উঠানে থেকে আসামী হালিম শেখ (৪০), পিতা- বেল্লাল শেখ, মাতা-মৃত হালিমা বেগম,
সাং-রামনগর, থানা-রূপসা, জেলা-খুলনাকে গ্রেফতার করেন। আসামী নিকট হতে ৩০০ (তিনশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক।
আসামীর বিরুদ্ধে রূপসা থানায় মামলা দায়ের হয়েছে, মামলা নং- ১৬, তারিখ- ১৮/১০/২০২১ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক)।উল্লেখ্য যে, আসামী হালিম শেখ একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাসহ সর্বমোট ০৯ টি মামলা রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy