এম আর হাসান জেলা প্রতিনিধি খুলনাঃ
খুলনা জেলার তেরখাদা উপজেলার পল্লী আবনালী গ্রামের শাহিদুল মোল্যা ঘেরের পাড়ে সবজি চাষ করে সফলতার দারপ্রান্তে পৌছাতে চায়।সে এক সময় মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতো । স্বল্পআয়ে অতিকষ্টে দিন চলত। প্রতিদিন মাছ কিনে খুলনায় বিক্রিকরে ক্ষুদ্র ক্ষুদ্র স্বাঞ্চয় দিয়ে ৩ বিঘা জমি কিনে ঘের করে। দীর্ঘ দিন পরিশ্রম করে ঘেরের ৩ টি পাড়ে সবজি চাষে সফলতার আলো দেখতে পেয়েছে। প্রতি বছর ঘেরের সবজি চাষ করে লক্ষ টাকা আর্জন করে বর্তমানে একটি ছেলেকে পুলিশে চাকরি দিতে পেরেছে, তাতে প্রায় ১৪ লক্ষ টাকা খরচ হয়েছে এবং মেয়ের বিবাহ দিতে ৫ লক্ষ টাকা খরচ হবে বলে জানান। প্রতি বছর হাজার হাজার টাকা সবজি চাষ করে এবং ঘেরের মধ্যে মাছ চাষে অগনিত টাকা উপার্জন করে বাড়িতে এক তলা ভবন করে ভবিষ্যতে সোনালী দিন গুনছে।বর্তমানে সে মৎস্য চাষ গাভি পালন হাঁস পালন ও ১২ মাসে নানা ধরনের সবজি চাষে অর্থনৈতিক ভাবে সোনালী দিন কাটছে।যে কোন মূহুর্তে ২/৪ লক্ষ টাকা জোগাড় করতে বর্তমানে কোন সমস্যা হয় না তার,শাহিদুল মোল্যার সাথে সাক্ষাতে কথা বলে জানা যায় ঘেরের পাড়ে সবজি চাষ করেই মুলত অর্থনৈতিক স্বাবলম্বী হয়েছে। এবং নিজের ভাগ্যর চাকা ঘুরিয়েছে।
Leave a Reply