প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৯:০০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২১, ১:১৫ এ.এম
খুলনা তেরখাদা উপজেলায় পাঁচটিতে নৌকা’ ১টিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয়
এম আর হাসান জেলা প্রতিনিধি খুলনাঃ
খুলনা জেলার তেরখাদা উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে আ’লীগের মনোনীত নৌকা’ এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয় লাভ করেছে।
বেসরকারি ফলাফলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। ২৮ নভেম্বর রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে।
বেসরকারি ফলাফলে জানা যায় , ১নং আজগড়া ইউনিয়নের আ’লীগের সভাপতি নৌকা প্রতীক নিয়ে কৃষ্ণ মেনন রায়, ২নং বারাসাত ইউনিয়নের উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কেএম আলমগীর হোসেন, ৩নং ছাগলাদহ ইউনিয়নের আ’লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী (কারাবন্দী) এসএম দ্বীন ইসলাম, ৪নং সাচিয়াদহ ইউনিয়নের উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ, ৫নং তেরখাদা সদর ইউনিয়নের নৌকা প্রতীক নিয়ে উপজেলা আ’লীগের সভাপতি এফএম অহিদুজ্জামান এবং ৬নং মধুপুর ইউনিয়নের উপজেলা আ’লীগের শেখ মহসিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ।
তেরখাদা উপজেলার ছয়টি ইউনিয়নে মোট- ৯৫ হাজার ১২৪জন ভোটার এরমধ্যে পুরুষ ৪৭ হাজার ৮৬৬ ও মহিলা ৪৭ হাজার ২৫৮ ভোটার। উপজেলার ৫৫টি কেন্দ্রে ২৯৩টি বুথে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। খুলনা তেরখাদা নির্বাচনে ছয়টি ইউনিয়নে ২৬জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ৭৭জন ও সদস্য ২২৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা বলেন, নির্বাচনে কোথাও কোন বিশৃঙ্খলা হয়নি। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অত্যন্ত আনন্দঘনো পরিবেশে, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy