খুলনা ব্যুরো:
বুধবার বেলা ১ টার সময় খুলনা প্রেসক্লাবের সামনে দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতির মানব বন্ধন,বিগত কয়েক বছর যাবৎ উপজেলা ও জেলা পর্যায়ে এই ধরনের মানব বন্ধন ও অনশন কর্মসূচি করে আসছে। এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ঠ সকলের আবারও দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এদেশের অবহেলিত গরিব তামাক চাষী। আমাদের মাটি এবং আবহাওয়া তামাক চাষের জন্য
অত্যন্ত উপযোগী। আজকে আমরা ঠিকমত তামাক চাষ করতে পারছি না, কেননা আমরা তামাক চাষ করার পর সেটা ন্যায্য মূল্যে পারি না। দেশে বর্তমানে শুধুমাত্র দ্#ু৩৯;টি বিদেশী কোম্পানী বেশি পরিমান তামাক ক্রয়
করে এবং দু-একটি শতভাগ দেশীয় মালিকানাধীন কোম্পানী অল্প পরিমান
তামাক ক্রয় করে। কিন্তু আজ থেকে প্রায় ১৫ বছর আগেও আমরা ২৫ থেকে ৩০ টি শতভাগ দেশীয় মালিকানাধীন কোম্পানীর কাছে ন্যায্য মূল্যে প্রচুর তামাক বিক্রি করতাম। তখন এই সকল দেশীয় করতো।মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের মা, আপনার কাছে আকুল আবেদন, আমাদের সুযোগ দিন, আমরা কাজ করে দু-মুঠো ডাল-ভাত খেতে চাই, আমরা উৎপাদন করতে চাই। আমাদের দেশের মাটি উর্বর, আমরা কৃষি কাজে ফিরে যেতে চাই। আমাদের কৃষি কাজে ফিরে যাওয়ার জন্য
আমরা আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনি শতভাগ দেশীয় মালিকানাধীন কোম্পানীগুলোকে বাঁচানোর জন্য যে নীতিমালা
দিয়েছেন তা দ্রুত বাস্তবায়ন করুন।মাননীয় অর্থমন্ত্রী ওয়াদা করেছিলেন এবং সংসদে বিল পাস করেছিলেন যে, শতভাগ দেশীয়
মালিকানাধীন কোম্পানী গুলোর জন্য আলাদা নীতিমালা তৈরি করে যাতে তারা উৎপাদনে ফিরে আসতে পারে এবং ব্যবসা বাণিজ্য করতে পারে। সুতরাং তারা সিগারেট উৎপাদন করে ব্যবসা-বাণিজ্য করতে পারলে, তাদের
বাজার ফিরে পেলেই তারা আমাদের কাছে আসবে এবং আমাদের উৎপাদিত
তামাক ক্রয় করবে, যাতে আমরা এবং আমাদের পরিবার দু-মুঠো ডাল-ভাত
খেতে পারবো।২০১৮ সালের বাজেটে শতভাগ দেশীয় মালিকানাধীন কোম্পানীর জন্য মহান জাতীয় সংসদে যে নীতিমালা অনুমোদন
হয়েছিল সেটি এখনও বাস্তবায়ন হয়নি, একটি কু-চক্রী মহল সেটি এখনো বাস্তবায়ন করতে দেয়নি। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার
নিকট সবিনয় আরজি, এই দেশে কি শুধু মাত্র ৩৯;টি বিদেশীকোম্পানী থাকবে নাকি ৩০টি দেশীয় মালিকানাধীন কোম্পানী । আহ্বায়ক আশরাফুল ইসলাম কবিরাজ,যুগ্ম আহ্বায়ক
আকরাম আলী,যুগ্ম আহ্বায়ক আজাদুল ইসলাম,সদস্য কারিবুল ইসলাম,
জাকির হোসেন,ইয়ারুল ইসলাম,রানা, আলিমুদ্দিন সৌখিন আলী,আল হেলাল করম, শাহিনুজ্জামান প্রমূখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy