
খুলনা বিভাগে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ
জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরোপ্রধান খুলনা:
খুলনা বিভাগের নড়াইল, বাগেরহাট জেলাসহ বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়।
নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে আজ (সোমবার) দুইশত উপকারভোগীর মাঝে দুইশত প্যাকেট শুকনা খাবার বিতরণ করে। এছাড়া রবিবার পাঁচশত উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ১৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
বাগেরহাট জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর এ পর্যন্ত পাঁচশত ৭৫ উপকারভোগীর মাঝে তিন লাখ টাকা, তিন হাজার উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ৩০ মেট্রিক টন চাল এবং ভিজিএফ কর্মসূচির আওতায় এক লাখ ৭২ হাজার আটশত ৯৯ উপকারভোগীর মাঝে ১৭২৮.৯৯ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ছয়শত ৬৬ পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।
খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply