এম আর হাসান জেলা প্রতিনিধি খুলনাঃ
খুলনা জেলার খানজাহান আলী থানাধীন মাত্তমডাঙায় কুয়েট শিক্ষার্থী সুব্রত কুমার মন্ডল,পিতা চন্দন পাল গতকাল বেলা পৌনে ১২ টার সময় যশোর থেকে খুলনাগামী ট্রেনে আত্নহতা করেছে , তার গ্রামের বাড়ি টাঙ্গাইল । সুব্রত কুমার মণ্ডল কুয়েট ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার বিভাগের প্রথম বর্ষের ছাত্র তার সহপাঠী ঋতি সরকার জানান সকাল সাড়ে ১০ টায় ক্লাস শুরু হলে সে ক্লাস থেকে বেরিয়ে যায়। শিরোমনির স্থায়ী বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শী রনি মোল্লা এই প্রতিবেদককে জানান বেলা পৌনে ১২ টার সময় যশোর থেকে খুলনাগামী ট্রেনেটি রেললাইনের মধ্য দিয়ে হাঁটছিল তাকে দেখে ট্রেনের ড্রাইভার বারবার হর্ন বাজাচ্ছিল তা সত্বেও সুব্রত কুমার ট্রেনের পার্টি থেকে না সরে সোজা হাঁটতে থাকে, দ্রুতগামী ট্রেনটি সুব্রতকে ধাক্কা দেয় এবং সে ঘটনাস্থলে নিহত হয়। আমি অনেকটা দূরে থেকে দেখছিলাম। ফুলবাড়িগেট কুয়েট গেট নীহারিকা ম্যাচের মিজানের ভাড়াটিয়া খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ফোর্স এবং রেলওয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।