প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৮:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২২, ১২:১০ এ.এম
গঙ্গাচড়ায় ৫৩ পিচ ফেন্সিডিল সহ মাদক
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক
গত ৩ জুলাই রবিবার বিকাল ৫:৩০ ঘটিকার সময় গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়ন পরিষদ সংলগ্ন গোডাউনের ঘাট থেকে স্বপন মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। গঙ্গাচড়া মডেল থানার এস আই এরশাদুল হক সরকারের নেতৃত্বে কনস্টেবল মানিক, মমিন ও কোলকোন্দ ইউনিয়নের গ্রাম পুলিশ ফেন্সিডিলের বোতল বহনকারী রেজিষ্ট্রেশন বিহীন একটি মোটর বাইক সহ তাকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ী স্বপন মিয়া লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার খালিশা মদাতী গ্রামের আজিজুল ইসলাম এর পুত্র। এ সম্পর্কে এস আই এরশাদুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন - আমি গোপন সূত্রে জানতে পারি কালীগঞ্জ আমিনগঞ্জ থেকে তিস্তা নদীর গোডাউনের ঘাট পার হয়ে মোটর বাইক যোগে মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে গঙ্গাচড়ার দিকে আসিতেছে উক্ত খবর পেয়ে আমি গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ মহোদয়কে অবগত করে দ্রুত গোডাউনের হাটে পৌঁছাই এবং বিকাল ৫:৩০ ঘটিকায় নৌকা থেকে নামার সাথে সাথে মাহফুজ মিয়ার পানের দোকানের সামনে তাকে হাতে নাতে আটক করে।
স্বপন লালমনিরহাট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে রংপুর শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে। আটক কৃত মোটর বাইকের ট্যাঙ্ক থেকে ৫৩ (তিপ্পান্ন) পিচ ফেন্সিডিলের বোতল বের করা হয়। পরবর্তীতে তার নামে গঙ্গাচড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীনে একটি মামলা দায়ের করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy