দৈনিক সূর্যোদয় ডেস্ক
সাত দলের রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ গঠনের ৯ মাসের মাথায়ই ধরলো ভাঙন । এবার গণতন্ত্র মঞ্চ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ। ফলে গণতন্ত্র মঞ্চে দল রইলো আর ছয়টি।
শনিবার (৬ মে) সন্ধ্যায় গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে আয়োজিত কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন দলটির সদস্য সচিব নুরুল হক নুর।
তিনি বলেন, এখন থেকে গণঅধিকার পরিষদ এককভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া সরকারবিরোধী আন্দোলনেও তারা এককভাবেই অংশগ্রহণ করবে। পাশাপাশি যুগপৎ আন্দোলনেও নিজেদের মতো করে সক্রিয় থাকবে গণঅধিকার পরিষদ।
বেশ কিছুদিন ধরেই গণতন্ত্র মঞ্চের নেতাদের সাথে ভালো যাচ্ছিল না গণ অধিকার পরিষদের। বিশেষ করে বিভিন্ন কর্মসূচিতে বক্তব্য দেয়া, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াসহ নানা বিষয়ে অস্বস্তি ছিল গণঅধিকার পরিষদের।
এর আগে, ২০২২ সালের ৮ আগস্ট সাত দলের রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’র আত্মপ্রকাশ ঘটে। জোটভুক্ত দলগুলো হলো- জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাষানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।
আজ রোববার (৭ মে) গণতন্ত্র মঞ্চের বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে গণঅধিকার পরিষদের অসাংগঠনিক আচরণসহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন মঞ্চের নেতারা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy